পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

Excel এ Paste Special এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার

এমএস ওয়ার্ডে Paste Special এর খুব একটা ব্যবহার না হলেও এমএস এক্সেলে এর ব্যবহার প্রতিনিয়তই করতে হয়। যেমন আপনি কয়েকটি সেলে সূত্র প্রয়োগ করে কিছু কাজ করেছেন (শতকরা
হার অথবা যোগফল ইত্যাদি)। এখন চাচ্ছেন শুধু ফলাফলগুলো অন্য জায়গায় নিয়ে যাবেন কপি করে। কপি করে পেষ্ট করে দিলেই হলো। দেখুন তো চেষ্টা করে। এভাবে হবে না। এবার আবার কপি করুন এবং Edit Menu থেকে Paste Special এ ক্লিক করুন। এবার Values সিলেক্ট করুন এবং ওকে করুন। এবার নিশ্চই চলে এসেছে।
আবার ধরুন আপনি কিছু লিখেছেন কলামের পর কলামে কিন্তু এখনে এগুলো এখন নিচে নিচে প্রয়োজন। এটা করতে চাইলে কপি করুন এবং Edit Menu থেকে Paste Special এ ক্লিক করুন। এবার Transpose এর বামেপাশে টিক চিহ্ণ দিন। এবার ওকে করুন।

৩টি মন্তব্য:

proloy বলেছেন...

office 7 or 10 er chai

Rouf Momen বলেছেন...

আপনি অফিস 2010 এ মেনু ইন্সটল করে নিন। ব্যাস এবার 2003 এ যা 2007 বা 2010 ও তা..

প্রলয় রায় বলেছেন...

Thanks. fine.